Arale Thake Ke Je Deke Jay
ooo Arale Thake Ke Je Deke Jay…
Arale She Theke Jai…
Nirole She Deke Jai…
Ami Shei Dake Jeno… Tolpaaar…..
Kothay Se Hai.. Kothao Se Nai…
Koto Je Mokh Uki Deye Jay
Sritir Janala Deye
Meleye Dekhi Kon Se Chobi Amay Jay Choye 2
Arale She Theke Jai…
Nirole She Deke Jai…
Ami Shei Dake Jeno… Tolpaaar…..
Kothay Se Hai.. Kothao Se Nai…
Ekla Ae A Mon Ta Amar. Abeg Udashi Pobon
Dao Na Dekha Arale Eka Thaka Preyojon.. 2
Arale She Theke Jai…
Nirole She Deke Jai…
Ami Shei Dake Jeno… Tolpaaar…..
Kothay Se Hai.. Kothao Se Nai…
Monday, August 31, 2015
Shada (সাদা) By Tahsan Feat. Minar
তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজী
অপেক্ষা সুদূর বর্ষনের,
মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান
বৃষ্টি তোমার আহবান।।
সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।
তুমি চাইলে জোছনা, স্বপ্নীল কোনো এক রাতে
আকাশটা ঘিরে প্রার্থনা,
চাঁদটা বলবে হেসে, জোছনা এলে শেষে
জানিও তোমার অভ্যর্থনা।।
সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।
অপেক্ষা সুদূর বর্ষনের,
মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান
বৃষ্টি তোমার আহবান।।
সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।
তুমি চাইলে জোছনা, স্বপ্নীল কোনো এক রাতে
আকাশটা ঘিরে প্রার্থনা,
চাঁদটা বলবে হেসে, জোছনা এলে শেষে
জানিও তোমার অভ্যর্থনা।।
সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।
প্রস্থান (Prosthan Lyrics)
“তুমি আমাকে ভুলে যাবে, আমি ভাবতেই পারি নি,
আমাকে মন থেকে মুছে ফেলবে,
তুমি আছ এই সংসারে, আছ বারান্দায়,
মুখ দেখছ আয়নায়, আঙুলে জড়াচ্ছ চুল,
দেখছ, দেখছ তোমার সিঁথি বেয়ে পেরিয়ে গেছে,
অন্তহীন উদ্যমের মধ্যে…
দেখছ, তোমার হাতের তালুতে ঝলমলে জ্বলছে রুপালী স্বপন…”
চলে যাওয়ার পথে, পিছু ফিরে দেখ আমাকে,
আছ শুধু তুমি এই হৃদয়ে…
ভালোবাসি শুধু তোমাকে, ভুল বুঝনা এই আমাকে,
না পাওয়ার বেদনা কাঁদে নীরবে…
স্বপ্ন হয়ে আছ, চিরকাল থেক আমার ভালবাসার ছোঁয়াতে ।|
“আমাকে, আমাকে মন থেকে মুছে ফেলে,
তুমি অস্তিত্তের দুহাতে ফোটাচ্ছ ফুল,
আমি, আমি ভাবতেই পারি না, যখন ভাবি,
হঠাৎ, হঠাৎ করে একদিন, আমাকে ভুলে যেতে পার,
যেমন, যেমন ভুলে গেছ, অনেক দিন আগে পড়া কোন উপন্যাস,
তখন, তখন ভয়ে কালো কামিজ পরে হাজির হয়ে আমার সামনে পায়চারী করে ঘন ঘন মগজের মেঝেতে…”
স্বপ্নীল সেই স্মৃতিতে, ফিরে আসার সেই আশাতে,
ভালোবেসে যেতে চায় শুধু তোমাকে ||
স্বপ্ন হয়ে আছ, চিরকাল থেক আমার ভালবাসার ছোঁয়াতে ।|
“তখন, তখন একটা বুনো ঘোড়ার ক্ষুরের আঘাতে,
ক্ষত-বিক্ষত হয়ে আমাকে, আর আমার আর্তনাদ,
তখন ঘুরপাক খেতে খেতে অবশুন্য হয়ে পরে নিশ্ছুপ এক সময়,
যেমন, যেমন ভ্রষ্ট পথিকের চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভুমিতে…”
নিশ্চুপ নিরবতা তোমার, হৃদয় যেন আমার,
ভালোবেসে যেতে চায় শুধু তোমাকে,
স্বপ্ন হয়ে আছ, চিরকাল থেক আমার ভালবাসার ছোঁয়াতে ।|
“বিদায় বেলায় সাজ-টাজ আমি মানি না,
আমি চাই ফিরে এসো তুমি স্মৃতি-বিস্মৃতির প্রান্তর পেরিয়ে,
শাড়ির ঢেউ তুলে, সব অশ্লীল চিৎকার, সব বর্বর পচা স্তব্ধ করে ফিরে এসো তুমি,
ফিরে এসো স্বপ্নের মত চিলেকোঠায়,
মিশে যাও, মিশে যাও, হৃদস্পন্দনে আমার, হৃদস্পন্দনে আমার…
আমাকে মন থেকে মুছে ফেলবে,
তুমি আছ এই সংসারে, আছ বারান্দায়,
মুখ দেখছ আয়নায়, আঙুলে জড়াচ্ছ চুল,
দেখছ, দেখছ তোমার সিঁথি বেয়ে পেরিয়ে গেছে,
অন্তহীন উদ্যমের মধ্যে…
দেখছ, তোমার হাতের তালুতে ঝলমলে জ্বলছে রুপালী স্বপন…”
চলে যাওয়ার পথে, পিছু ফিরে দেখ আমাকে,
আছ শুধু তুমি এই হৃদয়ে…
ভালোবাসি শুধু তোমাকে, ভুল বুঝনা এই আমাকে,
না পাওয়ার বেদনা কাঁদে নীরবে…
স্বপ্ন হয়ে আছ, চিরকাল থেক আমার ভালবাসার ছোঁয়াতে ।|
“আমাকে, আমাকে মন থেকে মুছে ফেলে,
তুমি অস্তিত্তের দুহাতে ফোটাচ্ছ ফুল,
আমি, আমি ভাবতেই পারি না, যখন ভাবি,
হঠাৎ, হঠাৎ করে একদিন, আমাকে ভুলে যেতে পার,
যেমন, যেমন ভুলে গেছ, অনেক দিন আগে পড়া কোন উপন্যাস,
তখন, তখন ভয়ে কালো কামিজ পরে হাজির হয়ে আমার সামনে পায়চারী করে ঘন ঘন মগজের মেঝেতে…”
স্বপ্নীল সেই স্মৃতিতে, ফিরে আসার সেই আশাতে,
ভালোবেসে যেতে চায় শুধু তোমাকে ||
স্বপ্ন হয়ে আছ, চিরকাল থেক আমার ভালবাসার ছোঁয়াতে ।|
“তখন, তখন একটা বুনো ঘোড়ার ক্ষুরের আঘাতে,
ক্ষত-বিক্ষত হয়ে আমাকে, আর আমার আর্তনাদ,
তখন ঘুরপাক খেতে খেতে অবশুন্য হয়ে পরে নিশ্ছুপ এক সময়,
যেমন, যেমন ভ্রষ্ট পথিকের চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভুমিতে…”
নিশ্চুপ নিরবতা তোমার, হৃদয় যেন আমার,
ভালোবেসে যেতে চায় শুধু তোমাকে,
স্বপ্ন হয়ে আছ, চিরকাল থেক আমার ভালবাসার ছোঁয়াতে ।|
“বিদায় বেলায় সাজ-টাজ আমি মানি না,
আমি চাই ফিরে এসো তুমি স্মৃতি-বিস্মৃতির প্রান্তর পেরিয়ে,
শাড়ির ঢেউ তুলে, সব অশ্লীল চিৎকার, সব বর্বর পচা স্তব্ধ করে ফিরে এসো তুমি,
ফিরে এসো স্বপ্নের মত চিলেকোঠায়,
মিশে যাও, মিশে যাও, হৃদস্পন্দনে আমার, হৃদস্পন্দনে আমার…
অদ্ভুত সেই ছেলেটি
অদ্ভুত
সেই ছেলেটি আবার শুরু
করল হাঁটা
কালো লম্বা এলোমেলো চুলে
চোখ দুটো তার ঢাকা
হাতে তার অ্যাকস্টিক পকেটে
হারমোনিকা
কষ্টে
ভরা এ জীবনের বহু
গান যে তার শোনা
আমাদের
এই বাংলাদেশে ছিল তার বাড়ি
কাউকে
কিছু না বলে অভিমানে
দূর দেশে দিল পারি
পকেটের
টাকা শেষ খাওয়া হয়নি
কিছু
খিদে কেন ছুটছে শুধু
তার পিছু পিছু
অদ্ভুত
ছেলেটি শুরু করল গাওয়া
হাতে তার অ্যাকস্টিক পকেটে
হারমোনিকা
জোছনায়
অজানা পথে চলা
এখানে
আছে যে মোর ভালোবাসা
জোছনায়
অজানা পথে চলা
এখানে
আছে যে মোর ভালোবাসা
একটি বনে ঢুকল সে
গাছগাছালিতে ঢাকা
আনমনা
হয়ে প্রকৃতি দেখে বিশাল বনে
একা
খিদের
জালায় অস্থির মন যাবে
কী বাড়ি ফিরে
তার চেয়ে জীবন ভালো
বন্য প্রাণীর ভিড়ে
অদ্ভুত
ছেলেটি শুরু করল গাওয়া
হাতে তার অ্যাকস্টিক পকেটে
হারমোনিকা
জোছনায়
অজানা পথে চলা
এখানে
আছে যে মোর ভালোবাসা
জোছনায়
অজানা পথে চলা
এখানে
আছে যে মোর ভালোবাসা
পাহাড়ী
ঝর্ণা রংধনু বাড়ির কথা
ভোলায়
প্রকৃতি
বলে গান গেয়ে যাও
শুনছি আমি তোমায়
তুলে নিল সে হাতে
গিটার অন্য এক সুরে
প্রতিভার
কথা জানিয়ে দিল শান্ত প্রকৃতিকে
অদ্ভুত
ছেলেটি শেষ হয়না গানটা
ক্ষুধার্ত
দেহ থেকে জীবনটা চলে
যায়
রয়ে যায় সে সুরটা
জোছনায়
অজানা পথে চলা
এখানে
আছে যে মোর ভালোবাসা
জোছনায়
অজানা পথে চলা
এখানে
আছে যে মোর ভালোবাসা
বলছে এ প্রকৃতি যে
সুরের রঙে আকা
সেই ছেলেটির সবগুলো গান
হলোনাতো
মোর শোনা
বনের একটি শুকনো ফুল
নাম না জানা
পাশে ঘুনে ধরা অ্যাকস্টিক
ভাঙা হারমোনিকা
হারমনিকা
হারমোনিকা হারমোনিকা
Subscribe to:
Posts (Atom)