Tuesday, October 20, 2015

Je Chilo Dristir Simanay

যে ছিলো দৃষ্টির সীমানায়,
যে ছিলো হৃদয়ের আঙ্গিনায়
সে হারালো কোথায়
কোন দুর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি,
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।।
যতখানি সুখ দিয়েছিল,
তার বেশী ব্যাথা দিয়ে গেল
স্মৃতি তাই আমারে কাঁদায়
যতটুকু ভুল হয়েছিল,
তার বেশী ভুল বুঝেছিল
কি যে চায় বলেনি আমায়...............

No comments:

Post a Comment