Tuesday, November 10, 2015

তুই - AHETUK

বন্ধু আমার চুলগুলো দেখ কেমন এলোমেলো...
তুই কাছে নেই শান্ত আমি কোথায় যে পালাবো..
তরি ঠোঁটের ডান দিকের ওই ছোট্ট কালো তিল,
একটু ছুতেই মনের মাঝে উষ্নতার মিছিল

তুই নামের এক রঙে আঁকা আমার এই পৃথিবী
বলনা বন্ধু আছিস কোথায়
কবে আমার হবি

স্বপ্ন ঘুলো দিচ্ছে ঝাড়ি
রাখছি কেনো দূরে
তোকে ছাড়া স্বপ্নগুলো
স্বপ্ন হয় কি করে ?

সময়টারও মনটা খারাপ আর ইচ্ছেদের অনুষন
তর গল্পটা লিখতেই হবে
মন চাইবেই যখন

চাদের আলো জানালাতে রয়েছে দাঁড়িয়ে
এইযে বুঝি তুই এসে হাত টা দিলি বাড়িয়ে......

No comments:

Post a Comment