Saturday, September 5, 2015

Mey

মেয়ে তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি? 
কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটু খানি বেশি... 
নাকি ভেবে নেবো আজও তুমি আমায় চেননি ... 
ভালো লাগেনা তোমায় এ কথা বলেছি বার বার তোমার মন ভেঙ্গে যাবে ভেবে হেসে ছিলাম আমি আবার
 সবই ছিল ভালোবাসা বুঝলেনা বুঝলেনা বুঝতে যদি দেখতে আমায় লাগছে অচেনা হাসছি আমি বলছি কথা ভাবছ দেখিনা তোমা তুম আমার হৃদয়ে আর দূর থেকে তাকিএ দেখায় খনিকের বন্ধুরা যখন আর থাকবেনা খুজে দেখো পাবে আমায় আমি সেই চির চেনা তুমি আমি দিয়েছি পারি দুজনে এপার ওপার সবই আমার স্বপ্ন আর সুখের ছবি কল্পনার জানি তুমি আমায় এখনো চিনতে পারনি ভালবেসে ডাকবে যখন আসব তখনই...

No comments:

Post a Comment