আমার রাজ্য ভীষণ ছোট তখন,
দিন কেটে যায় ঘুরে ফিরে,
বড্ড সরল জীবনটা আমার,
কষ্ট থাকে দূরে দূরে,
সেই রাজ্যের সাগর পারে ,
হঠাৎ যেন ভিরল তরী,
কে যেন এসে সামনে দাঁড়াল,
ঠিক যেন মোর রাজকুমারী,
কি জানি কি হয়ে গেল,
মন কেন শুধু তারে খোজে,
জীবন কেন হারাতে চায়,
রাজকুমারীর মনের ভাজে.........
তারই মায়ায় দিন কেটে যায়,
মন বসে না কোন কাজে,
রাজকুমারী যে বড্ড রঙিন,
বাকি সব যেন আজে বাজে,
রাজকুমারীর মায়াবী আলোয়,
ভরে থাকে রাজ্য সারাক্ষণ,
দূরে গেলে সেই রাজকুমারী, রাজ্য যেন আধার ভীষণ,
রাজপুত্র বসে বসে ভাবে ,
চাই না আর কোন কিছুই,
শুধু চাই তার রাজকুমারী ,
মন পরে থাকে তার পিছুই............
হঠাৎ আসা এক প্লাবন,
করে দিল সব এলোমেলো,
সেই প্লাবনে রাজকুমারী,
কোথায় যেন হারিয়ে গেল,
এথায় খোজে, সেথায় খোজে ,
রাজপুত্রের মন মানে না আর,
মানতেই বড় ইচ্ছে করে, রাজকুমারী আসবে আবার,
রাজকুমারী আছো কেমন,
জানি না তুমি আছো কোথায়,
আমার রাজ্য শূন্য এখনও,
ভালবাসি যে শুধু তোমায়.........
যদি এই সাইটের গান গুলো আপনার ভালো লেগে থাকে তাহলে সাইটটি আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আর বাংলা গানকে আরো উচু জায়গায় নিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।
No comments:
Post a Comment