Sunday, October 18, 2015

চলে যাও বন্ধু তুমি চলে যাও


চলে যাও বন্ধু তুমি চলে যাও...
হৃদয়ের বাঁধন ভেঙ্গে দিয়ে



ভেবোনা বাঁধা কোন দেবনা
থেকে যাও নিজেকে নিয়ে..

দূরে রবো আমি
শুধু তোমার সুখ কামনায়...
স্মৃতি নিয়ে এ মন
আজীবন ভালোবাসবে তোমায়

এ জীবনে একবার
একজনকেই ভালোবাসা যায়..
কাঁচসম একটি হৃদয়
ভেঙ্গে গেলে ভরে যায় অপূর্ণতায়

No comments:

Post a Comment